তেঁতুলতলা মাঠ টিকবে তো?
ঢাকার কলাবাগান এলাকার লেক সার্কাসে ‘তেঁতুলতলা মাঠ’ হিসেবে পরিচিত এই এক চিলতে জমি নিয়ে জটিলতা কাটেনি এখনো। অনেক জলঘোলা হওয়ার দুই বছর বাদেও নিজের পরিচয় পায়নি তেঁতুলতলা মাঠ। এটি যে পুলিশের জমি তা মনে করিয়ে দিতে সম্প্রতি বসানো হয়েছে সাইনবোর্ড। তাতে মাঠটি আবারও হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।