বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচায় ৬-দফা ও ঐতিহাসিক ৭ই জুন: ঘটনাধারা ও তাৎপর্য
৬-দফাকে সাধারণ জনগণের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু এই সময় ৩৫ দিনে ৩২টি জনসভায় জনতার মুখোমুখি হন। চট্টগ্রামের সাতকানিয়া, সন্দ্বীপ থেকে শুরু করে লালমনিরহাট, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, রংপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে নেত্রকোণা বঙ্গবন্ধু জনমতকে সংঘটিত করতে ঘুরে বেড়িয়েছেন। যার ফলে ৬-দফা জনগণের দাবিতে পরিণত হয়।