আসুন বই না পুড়িয়ে ভূত তাড়াই
বই পোড়ানো বিশ্বের এক অতি পুরনো অপসংস্কৃতি– মধ্যযুগে পরদেশ ও পরসম্পদ লুণ্ঠনকারীরা আলেকজান্দ্রিয়া থেকে বাগদাদ হয়ে নালন্দা পর্যন্ত পৃথিবীবিখ্যাত গ্রন্থাগারসমূহের অনেক অমূল্য মানসসম্পদকে চিরতরে ধ্বংস করে দিয়েছে; যে ক্ষতি অপূরণীয়।