প্রস্তাবনা: স্বচালিত গাড়ির দুর্ঘটনার দায় ‘মানব চালকের’ নয়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 01:45 PM BdST Updated: 26 Jan 2022 01:45 PM BdST
-
ছবি: রয়টার্স
স্বচালিত গাড়ির যুগে সড়ক নিরাপত্তার প্রশ্নে মানব চালকদের আইনগতভাবে দায়ী করা উচিৎ নয় বলে উঠে এসেছে রাষ্ট্রীয় এক আইন কমিশনের প্রস্তাবনায়।
এই গাড়িগুলিতে ড্রাইভিং সিটে বসা ব্যক্তিকে দায়িত্বরত ব্যবহারকারী বা ‘ইউজার-ইন-চার্জ’ হিসাবে পুনরায় সংজ্ঞায়িত করারও প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস এবং স্কটল্যান্ডের আইন কমিশন। চালকের আসনে বসা ব্যক্তির জন্য ভিন্ন আইনী বাধ্যবাধকতার কথাও ওই কমিশন বলেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
“যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে ড্রাইভিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠানটিই এর জন্য দায়ী হবে, চালকের আসনে বসা ব্যক্তি নন।”
একটি গাড়ী স্বচালিত শ্রেণিভূক্ত হওয়ার যোগ্য কি না সে সংজ্ঞাটিও নতুন এই যুগে ঠিক করে দেওয়া উচিৎ বলেই মনে করে কমিশন। সেটি যতো দিন না হচ্ছে, তততোদিন গাড়ি নির্মাতাদের অবশ্যই ‘স্বচালিত’ এবং ‘চালক সহায়ক সিস্টেমের’ গাড়ির মধ্যে পার্থক্য পরিষ্কার করে দিতে হবে।
একটি গাড়ি হয় ‘স্বচালিত’ অথবা ‘স্বচালিত নয়’ শ্রেণিভূক্ত হবে। এর মাঝামাঝি কিছু থাকা উচিৎ নয় বলে দাগ টেনে দিয়েছে কমিশন।
কোনও পরিস্থিতিতে যদি মানব সহায়তার প্রয়োজন পড়ে, উদাহরণস্বরূপ, বৈরি আবহাওয়ার মতো পরিস্থিতিতে, তবে গাড়িটিকে সে সময়ের জন্য স্বচালিত হিসাবে বিবেচনা করা উচিত নয়। সে ক্ষেত্রে গাড়ি চালনার প্রচলিত নিয়মের প্রয়োগ হওয়া উচিৎ বলে মনে করে কমিশন।
২০১৮ সালে এই কমিশনকে স্বয়ংক্রিয় বাহন এবং সড়কে এইসব বাহন চালানোর জন্য আইনী কাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়।
চূড়ান্ত প্রতিবেদনে তাদের সুপারিশগুলির মধ্যে রয়েছে-
১. চালকের আসনে বসা ব্যক্তিকে গাড়ি চালনা সংশ্লিষ্ট অপরাধের জন্য অভিযুক্ত করা যাবে না। এর মধ্যে রয়েছে- বিপজ্জনক ড্রাইভিং, অতিরিক্ত গতিতে বা সিগনাল অমান্য করার মতো বিষয়। তবে বীমা ঠিক আছে কি না বা সিট বেল্ট পড়ার মতো বিষয়গুলোর দায় ব্যক্তির ওপরই থাকবে।
২. কিছু গাড়িকে ড্রাইভিং সিটে বা যাত্রা তত্ত্বাবধান করার জন্য লাইসেন্সপ্রাপ্ত অপারেটর না থাকলেও স্বচালনার অনুমতি দেওয়া যেতে পারে।
৩. দুর্ঘটনা ঘটলে ঘটনা বিশ্লেষণ বা দায়বদ্ধতা নিরূপণের জন্য প্রয়োজনীয় ডেটা অবশ্যই নাগালের মধ্যে থাকতে হবে।
৪. গাড়ির সিস্টেম কীভাবে কাজ করে তা প্রকাশ করতে ব্যর্থ নির্মাতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যাবে।
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!