পিএসপি গেইম ডাউনলোডের সুযোগ খোলাই থাকছে

পিএসপি অধ্যায়ের এখনই ইতি টানছে না সনি। ডিভাইসটির ডিজিটাল গেইমে প্রবেশাধিকার হারাতে হবে না গেইমারদের। যদিও প্রতিষ্ঠানটির এপ্রিলের ঘোষণা শুনে অনেকেই ধরে নিয়েছিলেন জুলাইয়ের ২ তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে পিএসপি’র বাণিজ্যিক কর্মকাণ্ড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 03:18 PM
Updated : 2 July 2021, 03:18 PM

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্লেস্টেশন ওয়েবসাইটে প্রকাশিত নতুন বার্তা জানাচ্ছে ভিন্ন খবর। পিএসপি ডাউনলোডে লাগাম টানছে না সনি। পিএসপি গেইম স্টোর ২০১৬ সালে বন্ধ হয়ে গেলেও পিএস৩ এবং পিএস ভিটা স্টোরের মাধ্যম কনসোলের জন্য গেইম সংগ্রহ করতে পারেন ব্যবহারকারীরা।

জুলাইয়ের ছয় তারিখ থেকে সরাসরি পিএসপি’তে আর গেইম সার্চ বা কোনো ইন-অ্যাপ পারচেস করা যাবে না। শুধু এটুকুই, গেইম ডাউনলোডের অপশন খোলাই থাকছে।

ভিডিও গেইমনির্ভর ওয়েবসাইট ও ব্লগ কোতাকু বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্লেস্টেশন ওয়েবসাইটের নতুন ঘোষণায় এপ্রিলে যে জুলাইয়ের দুই তারিখের কথা বলা হয়েছিল, সেটির উল্লেখ নেই। এ প্রসঙ্গে সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী জিম রায়ান বলেছেন, এটি পরিষ্কার যে তাদের প্রতিষ্ঠান “ভুল সিদ্ধান্ত নিয়েছিল।”