বিভ্রাট কাটিয়ে ফের অনলাইনে টুইটার

বিভ্রাট কাটিয়ে ফের অনলাইনে ফিরেছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ওয়েবসাইট। বিভ্রাটের কবলে পড়েছিলেন টুইটারের ছয় হাজারেরও বেশি ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 09:13 AM
Updated : 1 July 2021, 09:13 AM

বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয় ওই বিভ্রাট। এ সময় ডাউনডিটেক্টরে অভিযোগ জানান ব্যবহারকারীরা। মোট অভিযোগের ৯৩ শতাংশই ছিল টুইটার ওয়েবসাইটকে ঘিরে।

দুই ঘণ্টা পরেই অভিযোগকারীর সংখ্যা নেমে আসে ৭০ জনের কমে। ঠিক কী কারণে বিভ্রাট হয়েছিল তা জানায়নি টুইটার। তবে, বিভ্রাটের ঘটনা নিশ্চিত করেছে তারা। প্রতিষ্ঠানটি বলছে, কিছু ব্যবহারকারীর প্রোফাইল টুইট লোড হচ্ছিল না। তারা এখন সমস্যা সারাতে কাজ করছে।

সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবায় বিভ্রাটের ঘটনা আগের তুলনায় বেড়েছে। গত মাসেই দুটি বড় মাপের বিপর্যয়ের কবলে পড়েছিল অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

জুনের প্রথম ভাগে কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফাস্টলি’তে সমস্যা দেখা দেওয়ার কারণে অফলাইনে চলে গিয়েছিল প্রধান সারির গণমাধ্যমসহ একাধিক গুরুত্বপূর্ণ অনলাইন সেবা। এ ধরনের সেবার মধ্যে ছিল, অ্যামাজন, টুইটার, টুইচ, গার্ডিয়ান, ভার্জ, নিউ ইয়র্ক টাইমস, ফিনানশিয়াল টাইমস, এইচবিও ম্যাক্স, রেডিট, পিন্টারেস্ট ইত্যাদি।

এরপর মাসের শেষ ভাগের কাছে এসে বিভ্রাটের কবলে পড়েছিল অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ডজনখানেক আর্থিক প্রতিষ্ঠান এবং এয়ারলাইন্সের ওয়েবসাইট। সেবার সমস্যা দেখা দিয়ে কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আকামাই-তে।