থাই সরকারকে চ্যালেঞ্জের পরিকল্পনা ফেইসবুকের

থাই রাজার সমালোচক গ্রুপে থাইল্যান্ডের গ্রাহকের প্রবেশাধিকার বন্ধ করতে ফেইসবুককে ‘বাধ্য’ করায় দেশটির সরকারের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনা করছে ফেইসবুক। গ্রুপটির সদস্য সংখ্যা ছিলো ১০ লাখ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 12:54 PM
Updated : 25 August 2020, 12:54 PM

সোমবার ‘রয়ালিস্ট মার্কেটপ্লেইস’ নামের গ্রুপটিতে গ্রাহকের প্রবেশাধিকার ব্লক করেছে ফেইসবুক। কনটেন্ট সরাতে ব্যর্থ হলে, তা থাই রাজতন্ত্রের জন্য হানিকর হবে, এমনটা দাবি করে সরকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর গ্রুপটি ব্লক করে ফেইসবুক।

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “এ ধরনের অনুরোধ অত্যন্ত গুরুতর, আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং মানুষের নিজের মত প্রকাশের ক্ষমতায় এর প্রভাব পড়বে।”

“আমরা সব ইন্টারনেট গ্রাহকের অধিকার রক্ষা করতে কাজ করি এবং আমরা এই অনুরোধের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি,” যোগ করেন ওই মুখপাত্র।

বিবৃতিতে আইনি চ্যালেঞ্জের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই মুখপাত্র।

উল্লেখ্য যে, রাজতন্ত্রের অপমানসূচক কার্যক্রম থাইল্যান্ডে অবৈধ।