করোনাভাইরাস: ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র

ধীরে ধীরে প্রযুক্তি বিশ্বের দৃশ্যপট পাল্টে দিচ্ছে করোনাভাইরাস। এবার ভাইরাসটির কারণে নিজেদের দক্ষিণ কোরিয়ার গুমি অঞ্চলে অবস্থিত ‘স্মার্টফোন স্ক্রিন’ নির্মাণ কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলজি ডিসপ্লে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 02:13 PM
Updated : 2 March 2020, 02:13 PM

কারখানার পার্শ্ববর্তী অঞ্চলে এক ব্যাংকার আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। ওই ঘটনার পরপরই কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় এলজি ডিসপ্লে। ধারণা করা হচ্ছে, মার্চের ৩ তারিখ থেকে আবারও কারখানাটির কার্যক্রম শুরু করতে পারবে প্রতিষ্ঠানটি। -- খবর রয়টার্সের।

কারখানা বন্ধ সাময়িক হলেও এর প্রভাব আরও অনেক প্রতিষ্ঠানে পড়ার ভয় থাকছেই। অ্যাপলের আইফোন থেকে শুরু করে বেশ কিছু প্রযুক্তি পণ্যের জন্য পর্দা তৈরি করে দেওয়ার কাজটি করে থাকে এলজি ডিসপ্লে। ফলে উৎপাদন কয়েকদিন বন্ধ থাকলেই সরবরাহ চেইন আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

করোনাভাইরাসের কারণে এরই মধ্যে প্রভাব পড়েছে অ্যাপল, স্যামসাং, মাইক্রোসফট, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোতে। অ্যাপল তো বেশ আগেই জানিয়ে দিয়েছে আসন্ন আইফোন স্বল্পতার ব্যাপারে। এদিকে, মাইক্রোসফটও জানিয়েছে, প্রত্যাশা অনুযায়ী এবার সেবা নিয়ে হাজির হতে পারবে না প্রতিষ্ঠানটি।              

এরই মধ্যে বাতিল হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, ফেইসবুকের এফ৮ ডেভেলপার সম্মেলন, গেইম ডেভেলপার কনফারেন্সসহ বেশ কিছু খ্যাতনামা আয়োজন। সবমিলিয়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবে খুব একটা ভালো নেই প্রযুক্তি বিশ্ব।