আবারও কর্মী ছাঁটাইয়ে উবার

১০ সপ্তাহের মধ্যে তৃতীয় বারের মতো কর্মী ছাঁটাই করেছে উবার। স্বচালিত গাড়ি বিভাগ ও উবার ইটস দল থেকে ৩৫০ জন কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

মো. ফয়সাল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 03:46 PM
Updated : 16 Oct 2019, 03:46 PM

কর্মীদেরকে এক ইমেইল বার্তায় উবার প্রধান দারা খোসরোশাহি বলেন, উবার ইটস, অ্যাডভান্সড টেকনোলজিস গ্রুপ অ্যান্ড রিক্রুটিং, পারফরমেন্স মার্কেটিং এবং গ্লোবাল রাইডস অ্যান্ড পারফরমেন্স বিভাগের বিভিন্ন দলের সদস্যরা এতে আক্রান্ত হয়েছেন।

অন্যান্য কিছু কর্মীকে নতুন বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে উবার--- খবর আইএএনএস-এর।

ইমেইল বার্তায় উবারের প্রধান বলেন, “আমাদের সবার জন্য আজ একটি কঠিন দিন, আমি এবং আমার ইএলটি বিভাগ সম্ভাব্য সব কিছুই করবো যাতে ভবিষ্যতে এমন দিন না আসে।”

শেষ দফায় বিশ্বব্যাপী প্রচারণা দলের ১২০০ কর্মীর মধ্যে চারশ’ কর্মী ছাঁটাই করেছে উবার। মূলত খরচ কমানোর জন্যই প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার বাজারে আসার পর থেকেই কঠিন সময় পার করছে উবার। মে মাসে আইপিও চালু হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য কমেছে প্রায় আট শতাংশ।