চার টেরাবাইট ‘ফ্ল্যাশ ড্রাইভ’ দেখালো স্যানডিস্ক

এযাবতকালের সবচেয়ে বেশি স্টোরেজের ফ্ল্যাশ ড্রাইভ উন্মোচন করেছে স্যানডিস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 10:21 AM
Updated : 9 Jan 2019, 10:21 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ চার টেরাবাইট ফ্ল্যাশ ড্রাইভের প্রোটোটাইপ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এতো স্টোরেজ থাকা সত্ত্বেও সাধারণ ফ্ল্যাশ ড্রাইভের মতো পকেটে রাখা যাবে এটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

দ্রুত গতিতে ডেটা স্থানান্তরের জন্য এতে রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট।

নতুন এই ফ্ল্যাশ ড্রাইভটি কবে নাগাদ বাজারে আসতে পারে, দাম কতো হবে এবং নাম কী কিছুই জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক।

ডিভাইসটির সঙ্গে বাড়তি কেবল দিয়ে ইউএসবি-সি পোর্ট যোগ করায় এটিকে ফ্ল্যাশ ড্রাইভ বলা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ‘অনেক বেশি স্টোরেজের ফ্ল্যাশড্রাইভের’ বদলে ‘অনেক ছোট আকারের এসএসডি’ হিসেবেই বেশি মানানসই হতে পারে এটি।

নতুন এই চার টেরাবাইটের ফ্ল্যাশ ড্রাইভটি আদৌ বাজারে আনবে কি-না স্যানডিস্ক- সেটাও একটা প্রশ্ন। আগের বছর সিইএস-এ এক টেরাবাইটের ছোট একটি ড্রাইভও এখন পর্যন্ত বাজারে দেখা যায়নি।