রক্তচাপ মাপতে নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস বানানোর লক্ষ্যে কাজ করছে মাইক্রোসফট।
Published : 18 Aug 2018, 05:02 PM
প্রতিষ্ঠানের এই স্মার্ট গ্লাসকে বলা হচ্ছে গ্লাবেলা। বন্ধনীমুক্ত, পরিধেয় এবং বিচক্ষণ রক্তচাপ মাপার যন্ত্র হিসেবে কাজ করবে ডিভাইসটি-- খবর আইএএনএস-এর।
অপটিক্যাল সেন্সর, প্রসেসিং, স্টোরেজ এবং যোগাযোগের যন্ত্রাংশ থাকবে স্মার্টগ্লাসটিতে।
প্রসিডিংস অফ দ্য এসিএম জার্নাল অফ ইন্টারঅ্যাক্টিভ, মোবাইল, ওয়্যারএবল অ্যান্ড ইউবিকশাস টেকনোজিস-এ প্রকাশিত এক পেপারে বলা হয়, ডিভাইসটি গ্রাহকের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই তার শারীরবৃত্তীয় তথ্য সংগ্রহ করবে।
প্রতিনিয়ত গ্রাহকের রক্ত প্রবাহের মাধ্যমে বিকিরিত আলো ধারণ করতে থাকবে গ্লাবেলা। এর পাশাপাশি ব্যবহারকারীর মাথার জড়তা পরিমাপ করবে ডিভাইসটি।
সেন্সর দিয়ে গ্রাহকের স্পন্দনের পার্থক্য পরিমাপ করা হবে। বিটের ওপর ভিত্তি করে ব্যবহারকারীর স্পন্দনের পার্থক্য দেখাতে পারে প্রোটোটাইপ ডিভাইসটি।
পরীক্ষায় ডিভাইসটি ভালো ফল দিলেও এখনই এটি বাজারে আনছে না মাইক্রোসফট। ডিভাইসটি হাসপাতালে পরীক্ষার পরীক্ষার পরিকল্পনা করছেন মাইক্রোসফট গবেষকরা।
গবেষক দলটি এই ডিভাইসটির একটি নতুন সংস্করণ তৈরির লক্ষ্যেও কাজ করছেন। আগের চেয়ে কম শক্তি খরচের পাশাপাশি নতুন গ্লাসের ফ্রেইম আকারে ছোট করা হবে।
বর্তমানে একটি চার্জএবল কয়েন ব্যাটারি দিয়ে ডিভাইসটি চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই প্রকল্পের সবশেষ লক্ষ্য নতুন এই ডিভাইসটি যাতে গ্রাহক তার নিজের গ্লাসের সঙ্গেই ব্যবহার করতে পারেন।