প্রকাশ হবে আইফোন আনলকের কৌশল?

স্যান বার্নার্ডিনো আইফোন আনলকে ব্যবহৃত গোপন কৌশল খুব শিগগিরই প্রকাশ করা হবে, এমনটাই ভাষ্য বিশেষজ্ঞদের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2016, 05:54 PM
Updated : 5 April 2016, 05:54 PM

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ওই আইফোন আনলকে এফবিআই-এর ব্যবহৃত কৌশল হয়তো আর বেশিদিন গোপন থাকছে না। অ্যাপল এই ত্রুটি খুঁজে বের করে তা ঠিক করার চেষ্টা করছে। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এটি উন্মোচনের পর তা প্রকাশ করে দেবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠানটি এমনটা করতে পারলে, অ্যাপল আর যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আরেকটি মামলা শুরু হতে পারে। এতোদিন ধরে অ্যাপলের দাবি ছিল, যদি তারা এফবিআই-এর চাওয়া পূরণ করে, তবে তাদের কাছে পুরো আইফোনের নিরাপত্তা দূর্বল করে দেওয়া হবে। আর এটি আইফোনে প্রবেশে গোপন দরজা করে দেওয়া হবে।

যদি অ্যাপল নিজে থেকে এই ত্রুটি খুঁজে না পায়, তবে সম্ভবত এটি আদালতে মামলার মাধ্যমে উন্মোচন করা হবে। ওইসব মামলায় আইনজীবীরা যেসব বিশেষজ্ঞ মার্কিন সরকারকে সহায়তা করেছেন তাদেরকে যাচাই করতে সমর্থ হবেন। আর এর মাধ্যমে অ্যাপল এই কৌশল জেনে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে একজন অ্যাপল কর্মী।

এমনকি এফবিআই কোনোভাবে এটি প্রকাশ না করলেও, সময়ের সঙ্গে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে অ্যাপল।

এফবিআই জানিয়েছে, তারা আইন-প্রণয়নকারী সংস্থাগুলোর সঙ্গে 'নিজেদের আইনি নীতিমাল মেনে' এই কৌশল শেয়ার করবে।