সালতামামি: মহাকাশের ছবিতে ২০২২

এ বছরের জুলাই মাস থেকে নিজের ইনফ্রারেড দৃষ্টিতে মহাবিশ্বকে দেখছে জেমসওয়েব স্পেস টেলিস্কোপ। চাঁদকে ঘিরে চক্কর দিয়ে পৃথিবীতে ফিরে চন্দ্রযাত্রার ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেছে আর্টেমিস ওয়ান মিশন। কেবল নাসা নয়, এ বছরে মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অর্জন ছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) থেকে শুরু করে স্পেসএক্সের মতো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোরও। এ অর্জনগুলো সম্পর্কে খানিকটা ধারণা মিলবে এ ফটোগ্যালারি থেকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2022, 10:21 AM
Updated : 26 Dec 2022, 10:21 AM