নয়ারের অনন্য কীর্তি

জার্মানির প্রথম গোলরক্ষক হিসেবে টানা চারটি বিশ্বকাপে খেলছেন ৩৬ বছর বয়সী তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 12:28 PM
Updated : 23 Nov 2022, 12:28 PM

অনুমিতভাবে জার্মানির প্রথম ম্যাচের একাদশে আছেন মানুয়েল নয়ার। এতে তিনি গড়েছেন দারুণ এক কীর্তি। দেশটির প্রথম গোলরক্ষক হিসেবে খেলছেন টানা চারটি বিশ্বকাপে। 

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাতটায় ‘ই’ গ্রুপের ম্যাচে জাপানে মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। 

নয়ার প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০১০ সালে। শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে জয়ে মিরোস্লাভ ক্লোসার গোলে অ্যাসিস্টও করেন তিনি। সেবার জার্মানি বিদায় নেয় সেমি-ফাইনালে স্পেনের কাছে হেরে। 

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন নয়ার। আসরে সাত ম্যাচের চারটিতে জাল অক্ষত রেখে জিতে নেন সেরা গোলরক্ষকের পুরস্কার। 

২০১৮ সালের রাশিয়া আসরে আবার মুদ্রার উল্টো পিঠও দেখতে হয় নয়ারকে। সেবারই প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু তার দল তিন ম্যাচের দুটিতে হেরে বিদায় নেয় গ্রুপের তলানিতে থেকে। 

এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জার্মানদের অধিনায়ক ৩৬ বছর বয়সী নয়ার।