বার্সার চেয়ে ৫২ কোটি ৩০ লাখ ইউরো বেশি খরচ করতে পারবে রেয়াল

বার্সেলোনার বার্ষিক ব্যয়ের সীমা আরও কমিয়ে দিয়েছে লা লিগা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2024, 05:36 PM
Updated : 20 Feb 2024, 05:36 PM

লা লিগার ক্লাবগুলোর জন্য খরচের নতুন সীমা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। বার্সেলোনার বার্ষিক ব্যয়ের সীমা আরও কমে গেছে। এবারও সবচেয়ে বেশি খরচ করতে পারবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ।

লা লিগা মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবগুলোর খেলোয়াড় কেনা ও অন্যান্য সব খাত মিলিয়ে খরচের সীমা রেখা জানায়। ক্লাবগুলোর মোট আয় বিবেচনায় নিয়ে তাদের নতুন খেলোয়াড় কেনা, বেতন, কোচিং স্টাফ ও একাডেমি সম্পর্কিত মোট ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।

বার্সেলোনার ব্যয়ের সীমা কমানো হয়েছে ৬ কোটি ৬০ লাখ ইউরো। কাতালান ক্লাবটি খরচ করতে পারবে ২০ কোটি ৪০ লাখ ইউরো। আগে যা ছিল ২৭ কোটি ইউরো।

রেয়াল মাদ্রিদ খরচ করতে পারবে ৭২ কোটি ৭০ লাখ ইউরো। বার্সেলোনার চেয়ে যা ৫২ কোটি ৩০ লাখ ইউরো বেশি।

এমনকি আতলেতিকো মাদ্রিদও বার্সেলোনার চেয়ে বেশি খরচ করতে পারবে। মাদ্রিদের এই দলটির ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ইউরো।

গত কয়েক বছর ধরে সীমার বেশি ব্যয় ও প্রচুর আর্থিক ক্ষতি বার্সেলোনার বাজেটের বর্তমান অবস্থার কারণ।