স্কটল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রতিশোধ

২০২৪ ইউরো বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল স্কটিশরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2023, 08:50 PM
Updated : 12 Oct 2023, 08:50 PM

চেনা আঙিনায় শুরু থেকে দাপট দেখাল স্পেন। কাঙ্ক্ষিত গোলের দেখাই শুধু মিলছিল না। দ্বিতীয়ার্ধে আনন্দের উপলক্ষ এনে দিলেন অধিনায়ক আলভারো মোরাতা। শেষ দিকে গোল মিলল আরেকটি। স্কটল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল স্প্যানিশরা।

সেভিয়ায় বৃহস্পতিবার রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্পেন।

মোরাতা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর অভিষেকে জালের দেখা পান ওইয়ান সানসেত।

বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ স্পেল স্কটল্যান্ড। গত মার্চে প্রথম দেখায় স্কটিশদের মাঠে ২-০ গোলে হেরেছিল স্পেন।

এই ম্যাচে হার এড়ালেই প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট পেত স্কটল্যান্ড। অপেক্ষা বাড়ল তাদের।

দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ পায় স্পেন। মোরাতার থ্রু বল বক্সের ভেতর খুঁজে পায় ফেররান তরেসকে। ওয়ান-অন-ওয়ানে বার্সেলোনা ফরোয়ার্ডের প্রচেষ্টা পোস্টের বাইরে দিয়ে যায়।

তিন মিনিট পর স্বাগতিকদের সামনে সুযোগ আসে আরেকটি। এবার মোরাতার হেড লক্ষ্যে থাকেনি।

৩৪তম মিনিটে অল্পের জন্য গোল পায়নি স্পেন। মিকেল মেরিনোর নিচু শট পোস্টের ভেতরের দিয়ে লেগে ফিরে আসে। চার মিনিট পর মোরাতা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

প্রথমার্ধে গোলের জন্য কোনো শটই নিতে না পারা স্কটল্যান্ড বিরতির আগে বড় এক ধাক্কা খায়। স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের চ্যালেঞ্জে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসন।

৬০তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে বাঁকানো ফ্রি-কিকে স্পেনের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ম্যাকটমিনে। তবে ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। স্কটল্যান্ডের এক খেলোয়াড় গোলরক্ষক সিমোনেকে বাধা দেওয়ায় ফাউল ধরা হয়।

অবশেষে ৭৩তম মিনিটে দারুণ গোলে ‘ডেডলক’ ভাঙেন মোরাতা। ডান দিক থেকে হেসুস নাভাসের ক্রসে ছয় গজ বক্সে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করেন সানসেত। বাঁ দিকে আলগা বল পেয়ে বক্সে বাড়ান হোসেলু। দ্বিতীয়ার্ধে বদলি নামা সানসেতকে বাধা দেওয়ার চেষ্টায় স্লাইড করেন স্কটল্যান্ডের একজন। তবে বল চলে যায় জালে।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখনও ‘এ’ গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড। ৫ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন।

আরেক ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে সাইপ্রাসকে তাদের মাঠে ৪-০ গোলে হারানো নরওয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে জর্জিয়া। সাইপ্রাস হেরেছে প্রথম ৬ ম্যাচেই।