শাস্তি কমল এভারটনের

প্রিমিয়ার লিগে দলটির ১০ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি কমে এসেছে ৬ পয়েন্টে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2024, 02:20 PM
Updated : 26 Feb 2024, 02:20 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙায় এভারটনকে দেওয়া শাস্তির মাত্রা কমেছে। আপিলের পর তাদের ১০ পয়েন্ট কাটার শাস্তি কমে এসেছে ৬ পয়েন্টে।

গত নভেম্বরে এভারটনকে এই শাস্তি দেওয়া হয়েছিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় শাস্তি (পয়েন্ট কাটার হিসেবে) ছিল এটিই।

১০ পয়েন্ট কাটার পর লিগ টেবিলে ১৪ থেকে ১৯ নম্বরে নেমে গিয়েছিল এভারটন। তখনই আপিল করার কথা জানিয়েছিল তারা।

সেই আপিলের রায় সোমবার প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। শাস্তি কমায় লিগ টেবিলে ১৭ থেকে ১৫ নম্বরে উঠে এসেছে এভারটন। ২৬ ম্যাচে এখন তাদের ২৫ পয়েন্ট।