সোসিয়েদাদের বিপক্ষে ফিরছেন এমবাপে

অ্যাঙ্কেলের চোটের কারণে পিএসজির সবশেষ ম্যাচে খেলতে পারেননি ফরাসি তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2024, 05:33 PM
Updated : 13 Feb 2024, 05:33 PM

এক ম্যাচ বাইরে থাকার পর মাঠে ফিরতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রেয়াল সোসিয়েদারের বিপক্ষে ফরাসি তারকাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে।

ফরাসি কাপে ব্রেস্তের বিপক্ষে জয়ের ম্যাচে অ্যাঙ্কেলে হালকা চোট পান এমবাপে। এরপর গত শনিবার লিগ আঁতে লিলের বিপক্ষে দলের ৩-১ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে থাকেন তিনি।

সোসিয়েদাদের বিপক্ষে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের ফেরার কথা মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন এনরিকে। ঝুঁকি এড়াতে বিশ্বকাপ জয়ী তারকাকে লিগ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল বলে জানান এই স্প্যানিশ কোচ।

“অন্য খেলোয়াড়দের মতোই কিলিয়ান এমবাপেকে পাওয়া যাবে। যখন একটি দলে কিলিয়ান এমবাপের মতো খেলোয়াড় থাকে, অবশ্যই আমরা জানি, সে যত বেশি খেলবে ততই ভালো, কারণ এতে আমরা সবাই উপকৃত হব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফাইনাল হলে সে (শনিবার) খেলতে পারত, কিন্তু তেমন কোনো ম্যাচ ছিল না এটা, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।”

চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৩০ গোল করেছেন এমবাপে। এর মধ্যে লিগ আঁতে তার গোল ২০টি, চ্যাম্পিয়ন্স লিগে ৩টি।

দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে লিগ আঁতে শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে, সোসিয়েদাদ লা লিগায় সপ্তম স্থানে আছে। স্প্যানিশ দলটি এবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এসেছে ইন্টার মিলানকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। আর পিএসজি এই ধাপে জায়গা করে নেয় গ্রুপ রানার্সআপ হিসেবে।

গ্রুপ পর্বের ৬ ম্যাচে মাত্র ২টি গোল হজম করেছে সোসিয়েদাদ। তাদের জমাট রক্ষণের বিপক্ষে গোল করাটা যে কঠিন হবে, ভালো করেই জানেন এনরিকে।

“চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল সোসিয়েদাদের জমাট রক্ষণভাগ আছে, তারা সহজে বল নিতে দেয় না। তাদের আক্রমণাত্মকভাবে চাপ দিতে হবে আমাদের। তারা অবশ্যই প্রতিযোগিতার সেরা দলগুলোর একটি, এজন্যই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে।”

পিএসজির মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায়।