Published : 07 Jan 2024, 10:38 PM
হুলিয়ান আলভারেসের বদলি হিসেবে ম্যাচের ৫৭তম মিনিটে মাঠে নেমে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরলেন কেভিন ডে ব্রুইনে। গোটা ইতিহাদ স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানালেন বেলজিয়ান মিডফিল্ডারকে। পাঁচ মাস পর ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরার উপলক্ষ রাঙালেন তিনি একটি ‘অ্যাসিস্ট’ করে।
ঘরের মাঠে রোববার হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ডে ব্রুইনে। ৫-০ গোলের জয়ে প্রতিযোগিতাটির শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে পেপ গুয়ার্দিওলার দল।
গত অগাস্টে প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে বার্নলির বিপক্ষে সিটির ৩-০ গোলে জয়ের ম্যাচে ২৩তম মিনিটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন ডে ব্রুইনে। হ্যামস্ট্রিংয়ের ওই চোটে লম্বা সময় তাকে কাটাতে হয় মাঠের বাইরে।
হাডার্সফিল্ডের বিপক্ষে ডে ব্রুইনে যখন বদলি নামেন, সিটি ততক্ষণে ২-০ গোলে এগিয়ে। পরের মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আরও। ৬৫তম মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৪-০।
৭৪তম মিনিটে ডে ব্রুইনের ওই অ্যাসিস্ট। রিকো লুইসের পাস ডান দিকের বাইলাইনের কাছে পেয়ে ক্রস বাড়ান তিনি। আর পেনাল্টি স্পটের কাছাকাছি থেকে হাফ ভলিতে দলের পঞ্চম গোলটি করেন ডে ব্রুইনের জাতীয় দলের সতীর্থ জেরেমি ডোকু। তরুণ এই ফরোয়ার্ড এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন গত ডিসেম্বরের পর।
হাডার্সফিল্ডের বিপক্ষে জোড়া গোল করে সিটির নায়ক ফিল ফোডেন। প্রথমার্ধে একটি গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।
তবে সবার নজর ছিল এ দিন ডে ব্রুইনের দিকে। মৌসুমের মাঝপথে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ফিরে পেয়ে উচ্ছ্বসিত সিটির কোচ গুয়ার্দিওলা।
“তাকে ফিরে পেয়ে আমরা অবিশ্বাস্যরকম খুশি, কারণ কেভিন (ডে ব্রুইনে) ম্যাচ জিততে সাহায্য করে। দীর্ঘ চোটের পর তাকে ফিরে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সে তার সামর্থ্য দিয়ে আমাদের সাহায্য করবে, তবে কেভিনের কাঁধে সব চাপ দিতে চাই না, কারণ সেটা ঠিক হবে না।”