অ্যানফিল্ডে রেকর্ড দর্শকের সামনে জিতে ফের শীর্ষে লিভারপুল

দারুণ পারফরম্যান্সে বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 05:03 PM
Updated : 10 Feb 2024, 05:03 PM

স্টেডিয়ামের ধারণক্ষমতার প্রায় পুরোটায় পূর্ণ গ্যালারি। আনন্দ চিৎকারে ম্যাচজুড়ে প্রিয় দলকে সমর্থন জুগিয়ে গেলেন দর্শকরা। তাদের হতাশ করলেন না লিভারপুলের ফুটবলাররা। দারুণ পারফরম্যান্সে বার্নলিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল।

দিয়োগো জটা লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ডারা ও’শেই। বিরতির পর লুইস দিয়াস স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দারউইন নুনেস।

অ্যানফিল্ডের গ্যালারিতে এই ম্যাচে ছিলেন ৫৯ হাজার ৮৯৬ জন দর্শক। এই মাঠে লিগ ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল ৫৮ হাজার ৭৫৭ জন।

সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডে এই নিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত রইল লিভারপুল।

এক ম্যাচ পর লিগে জয়ের পথে ফিরল ক্লপের দল। গত রাউন্ডে আর্সেনালের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।

বার্নলির শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ১০ মিনিটে তাদের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক কুইভিন কেলেহার।

লিভারপুল গোলের জন্য প্রথম শট নিতে পারে একাদশ মিনিটে। উরুগুয়ের ফরোয়ার্ড নুনেসের ডান পায়ের শট আটকে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

৩১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জটা। যেখানে বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের দায় ছিল যথেষ্ট। কর্নারে পোস্ট ছেড়ে বেরিয়ে বল হাতে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন তিনি। হেডে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা।

৩৭তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। কাছ থেকে দিয়াসের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ট্র্যাফোর্ড।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতা ফেরায় বার্নলি। সতীর্থের কর্নারে পেনাল্টি স্পটের কাছ থেকে চমৎকার হেডে গোলটি করেন আইরিশ ডিফেন্ডার ও’শেই।

৫২তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে বদলি নামা হার্ভে এলিয়ট ডান দিক থেকে ক্রস বাড়ান ছয় গজ বক্সে, প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল হেডে জালে পাঠান দিয়াস।

খানিক পর তিন মিনিটের মধ্যে দুটি সুবর্ণ সুযোগ হারান বার্নলির দাভিদ ফোফানা। প্রথমবার ওয়ান-অন-ওয়ানে তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরেরবার বল বাইরে মারেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

৭১তম মিনিটে জটার শট ঠেকিয়ে দেন ট্র্যাফোর্ড। ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান নুনেস। এলিয়টের ক্রসে দারুণ হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি।

শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হারান নুনেস। ওয়ান-অন-ওয়ানে দুর্বল শট করেন ২৪ বছর বয়সী ফুটবলার।

দিনের প্রথম ম্যাচে এভারটনকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। ঘন্টা দুয়েক পর আবার চূড়ায় উঠল লিভারপুল।

২৪ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ক্লপের দলের ৫৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে।