চেলসি থেকে আল ইত্তিহাদে কঁতে

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছরে প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ফরাসি মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2023, 11:34 AM
Updated : 21 June 2023, 11:34 AM

গুঞ্জন চলছিল অনেক দিন ধরে। অবশেষে তা সত্যি করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এনগোলো কঁতে। 

চেলসি থেকে তিন বছরের চুক্তিতে ফরাসি মিডফিল্ডারকে দলে টানার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় আল ইত্তিহাদ।

‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাবটিতে নাম লিখিয়েছেন কঁতে। চুক্তির অঙ্ক নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, বছরে প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড বেতন পাবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। 

২০১৬ সালে লেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন কঁতে। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জিতেছেন তিনি। 

২০২২-২৩ মৌসুমে চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন কঁতে। সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির ৩৮টি ম্যাচে তিনি খেলতে পারেননি। লন্ডনের ক্লাবটি প্রিমিয়ার লিগ শেষ করে ১২তম হয়ে। 

আল ইত্তিহাদে কঁতে সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী করিম বেনজেমাকে। চলতি মাসেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্লাবটিতে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড। 

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের শেষ দিনে আরেক সৌদি ক্লাব আল নাস্রে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।