এফএ কাপ চতুর্থ রাউন্ড: টটেনহ্যামের মুখোমুখি ম্যানচেস্টার সিটি

নিজেদের খুঁজে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড পেতে যাচ্ছে খুব সহজ প্রতিপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2024, 12:16 PM
Updated : 9 Jan 2024, 12:16 PM

শিরোপা ধরে রাখার অভিযানে শেষ বত্রিশেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এফএ কাপের এই ধাপে তাদেরকে লড়তে হবে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে।

এবারের প্রিমিয়ার লিগে দুটি দলই আছে শিরোপা লড়াইয়ে। টটেনহ্যামের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট পেপ গুয়ার্দিওলার দলের। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে টটেনহ্য্যাম।

গত ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগে মুখোমুখি লড়াইয়ে দুর্দান্ত লড়াই উপহার দেয় দল দুটি। নাটকীয়তায় ঠাসা ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা এফএ কাপের শেষ বত্রিশের ড্র সোমবার অনুষ্ঠিত হয়।

এতে আরেকটি আকর্ষণীয় লড়াইয়ের সম্ভাবনা জেগেছে; যেখানে চলতি মৌসুমে চমক হয়ে আসা অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে নামে-ভারে শক্তিশালী চেলসি, যদিও বর্তমানে একেবারেই ছন্দে নেই তারা।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে সময়টা ভালো কাটছে না। তবে সোমবার রাতে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে ২-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে তারা খেলবে ইংলিশ ফুটবলের চতুর্থ সারির দল নিউপোর্ট কান্ট্রি কিংবা পঞ্চম সারির ক্লাব ইস্টলির বিপক্ষে।

এফএ কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল এবার অভিযানের শুরুতেই ছিটকে গেছে। তৃতীয় রাউন্ডের ম্যাচে তাদেরকে ২-০ গোলে হারিয়ে দেয় লিভারপুল।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ইয়ুর্গেন ক্লপের দল পরের রাউন্ডে খেলবে নরিচ সিটি কিংবা ব্রিস্টল রোভার্সের বিপক্ষে।