জাবেরের স্বপ্ন ভেঙে আদাজ মায়ার ইতিহাস

টেনিসের উন্মুক্ত যুগে ব্রাজিলের প্রথম নারী হিসেবে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠলেন বিয়াত্রিজ আদাজ মায়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 02:17 PM
Updated : 7 June 2023, 02:17 PM

প্রথম সেট জয়ের পর ছন্দ হারিয়ে ফেললেন ওন্স জাবের। তাতে প্রথম আফ্রিকান নারী হিসেবে তার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নটাও ভাঙল আরেকবার। তিউনিসিয়ার তারকাকে হারিয়ে, আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে পা রাখলেন ব্রাজিলের বিয়াত্রিজ আদাজ মায়া।

রোলাঁ গাঁরোয় বুধবার কোয়ার্টার-ফাইনালে সপ্তম বাছাই জাবেরের বিপক্ষে আদাজ মায়া জেতেন ৩-৬, ৭-৬ (৭-৫), ৬-১ গেমে।

উন্মুক্ত যুগে এই প্রথম ব্রাজিলের কোনো নারী ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠলেন। একই সঙ্গে ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর দেশটির প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে জায়গা করে নিলেন চতুর্দশ বাছাই আদাজ মায়া।

এবারের ফরাসি ওপেনে ঘুরে দাঁড়ানোটাকে যেন অভ্যাসে পরিণত করেছেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড ও কোয়ার্টার-ফাইনাল, প্রতিটিতে প্রথম সেট হারের পর টানা দুই সেট জিতে পরের ধাপে পা রাখলেন তিনি।

অথচ এই টুর্নামেন্টের আগে আদাজ মায়া কখনও কোনো মেজরের দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি। সেই তিনি একের পর এক চমক দেখিয়ে স্বপ্নের ফাইনাল থেকে এখন স্রেফ এক ধাপ দূরে।

অন্যদিকে গত বছরের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে হারা জাবের এবার রোলাঁ গাঁরো থেকে ফিরলেন একরাশ হতাশা সঙ্গী করে।

ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা শিয়াওতেক অথবা আমেরিকার ষষ্ঠ বাছাই কোকো গাউফের বিপক্ষে খেলবেন আদাজ মায়া।