গ্রিজমানের চোট গুরুতর নয়, আশায় সিমেওনে

আতলেতিকো মাদ্রিদ কোচের আশা, অ্যাঙ্কেল মচকে যাওয়া ছাড়া অন্য কিছু হয়নি ফরাসি তারকা ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2024, 09:27 AM
Updated : 21 Feb 2024, 09:27 AM

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আরেকটা ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। চোট নিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান। কোচ দিয়েগো সিমেওনে অবশ্য আশা করছেন, খুব গুরুতর নয় ফরাসি ফুটবলারের চোট।  

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হারে আতলেতিকো। মিলানের সান সিরোয় ৭৮তম মিনিটে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছাড়েন গ্রিজমান। তার বদলি হিসেবে নামেন আনহেল কোররেয়া।

আতলেতিকোর রেকর্ড গোলদাতা গ্রিজমান চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন পাঁচ গোল। তাকে হারানোর কথা ভাবতেই পারছেন না সিমেওনে। আর্জেন্টাইন কোচ আশা করছেন, অ্যাঙ্কেল মচকে যাওয়া ছাড়া অন্য কিছু হয়নি গ্রিজমানের। 

আগামী সপ্তাহে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচের আগে আতলেতিকোর চোট পড়া খেলোয়াড়ের সংখ্যা বাড়ল আরও। 

ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পান আতলেতিকোর ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেস। আগে থেকেই মাঠের বাইরে আছেন মিডফিল্ডার তমাস লেমা ও উইঙ্গার মাহকুস পাওলো।

আগামী ১৩ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে ইতালির দলটিকে হারিয়ে পরের ধাপে যাওয়ার আশা করছেন সিমেওনে। 

“হারের বিষয়টি বাদ দিয়ে, আমরা প্রমাণ করেছি যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, কিসের মুখোমুখি হতে হবে।” 

“তাদের বিপক্ষে খেলার পর এখন আমরা জানি তারা কীভাবে খেলে। এখন আমাদের আশা, যখন সময় আসবে তখন আমরা শীর্ষ অবস্থায় থাকব এবং এই টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।”