স্প্যানিশ ফুটবল
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গেতাফের বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ।
Published : 20 Jan 2025, 07:21 PM
এই মৌসুমে কোপা দেল রের সেমি-ফাইনাল অথবা ফাইনালে মুখোমুখি হওয়ার পথে রইল বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। কোয়ার্টার-ফাইনালের ড্রয়ে একে অপরকে এড়াতে পেরেছে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
প্রতিযোগিতাটির রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ভালেন্সিয়ার মাঠে। লেগানেসের মাঠে খেলতে যাবে ২০ বারের জয়ী রেয়াল।
শেষ আটে আতলেতিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গেতাফেকে। এই পর্বের আরেক ম্যাচে লড়বে রেয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা।
স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয় সোমবার।
ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে হবে এক লেগের সবগুলো ম্যাচ। বিজয়ীরা উঠবে দুই লেগের সেমি-ফাইনালে।
বার্সেলোনা ও রেয়াল যদি শেষ আটে জিততে পারে এবং শেষ চারের ড্রয়ে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পায়, তাহলে এই মৌসুমে আরও তিনটি ক্লাসিকো দেখা যাবে (লা লিগার ফিরতি লেগসহ)।
এই দুই দলকে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি দেখা যায়নি এক দশকের বেশি সময় ধরে। দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছে মোট ১৮ বার, যেখানে রেয়ালের জয় ১১টি, বার্সেলোনার ৭টি। সবশেষ ২০১৪ সালের ফাইনালে ২-১ গোলে জিতেছিল মাদ্রিদের দলটি।
এই মৌসুমের প্রথম দুটি ক্লাসিকোতে অবশ্য পাত্তাই পায়নি রেয়াল। অক্টোবরে লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-০ ও গত সপ্তাহে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে জয় পায় বার্সেলোনা।