চোটের আঘাতে থামছে গ্রিজমানের রেকর্ড যাত্রা

জার্মানি ও চিলির বিপক্ষে সামনের দুই প্রীতি ম্যাচে এই ফরোয়ার্ডকে পাবে না ফ্রান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2024, 11:17 AM
Updated : 19 March 2024, 11:17 AM

অ্যাঙ্কেলে চোট পেয়েছেন অঁতোয়ান গ্রিজমান। ফলে জার্মানি ও চিলির বিপক্ষে দুই প্রীতি ম্যাচেই খেলতে পারবেন না ফরাসি ফরোয়ার্ড। আর তাতে, দেশের হয়ে তার টানা ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডে ছেদ পড়তে যাচ্ছে।

আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের জার্সি পরে ১২৭টি ম্যাচ খেলেছেন গ্রিজমান। এর সবশেষ ৮৪ ম্যাচ টানা, ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে যা আর কোনো দেশের কেউ পারেননি। ফ্রান্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৪৪ গোল করেছেন গ্রিজমান।

আতলেতিকো মাদ্রিদের ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোট পাওয়ার বিষয়টি সোমবার ফ্রান্স দলের পক্ষ থেকে জানানো হয়। তার জায়গায় ডাক পেয়েছেন মার্সেই থেকে বর্তমানে ধারে লাৎসিওতে খেলা মিডফিল্ডার মাতেও গেনদুজি।

২৪ বছর বয়সী গেনদুজি জাতীয় দলের হয়ে এর আগে সাতটি ম্যাচ খেলেছেন।

আগামী শনিবার জার্মানির বিপক্ষে এবং ২৬ মার্চ চিলির বিপক্ষে খেলবে সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপ জয়ীরা, দুটি ম্যাচই হবে ফ্রান্সে।