আন্তর্জাতিক ফুটবল
ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষককে তৃতীয় পছন্দ হিসেবে দলে ডেকেছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।
Published : 07 Nov 2024, 07:32 PM
যে বয়সে অনেক ফুটবলার বুট জোড়া তুলে রাখার কথা ভাবতে শুরু করেন, সেই সময়ে জাতীয় দলের দুয়াল খুলল স্টেফান ওর্টেগার। ৩২ বছর বয়সে এসে প্রথমবারের মতো জার্মানি দলে ডাক পেলেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক।
ওর্টেগাকে রেখে নেশন্স লিগের আসছে দুই ম্যাচের জন্য দল সাজিয়েছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। বসনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।
আগামী ১৬ নভেম্বর বসনিয়ার মুখোমুখি হবে জার্মানরা। তিন দিন পর তাদের লড়াই হাঙ্গেরির বিপক্ষে।
২০২২ সালে সিটিতে যোগ দেন ওর্টেগা। সেখানে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনের ব্যাক-আপ হিসেবে খেলেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে প্রিমিয়ার লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া অন্য প্রতিযোগিতায় বেশি সুযোগ দেওয়া হয় তাকে।
তবে এদেরসনের অনুপস্থিতিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে পেপ গুয়ার্দিওলার মন জয় করে নিয়েছেন ওর্টেগা। গত মৌসুমের শেষ দিকে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সিটি কোচ তাকে ‘বিশ্ব-মানের গোলরক্ষক, অসাধারণ, অবিশ্বাস্য গোলরক্ষক’ বলেছেন।
জাতীয় দলে প্রথমবার ডাক পেলেও ওর্টেগার খেলার সম্ভাবনা খুব ক্ষীণ। আলেক্সান্ডার নুবেল ও অলিভার বাউমানের পর তৃতীয় পছন্দের গোলরক্ষক মনে করা হচ্ছে তাকে।
নেশন্স লিগে নিজেদের গ্রুপে শীর্ষে থাকা জার্মানি এরই মধ্যে শেষ আটে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ৪ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। গ্রুপ সেরা হয়ে পরের ধাপে যেতে চান কোচ নাগেলসমান।
“কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করার পর আমরা এখন গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে চাই। আগামী বছর নেশন্স লিগের শেষ চারে ওঠা ২০২৬ বিশ্বকাপে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”