আন্তর্জাতিক ফুটবল
গণমাধ্যমের খবর, মাঠে ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
Published : 07 Oct 2024, 07:54 PM
শঙ্কাই সত্যি হয়েছে। হ্যামস্ট্রিং চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেস।
দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে গত রোববার লিগ ম্যাচের ষষ্ঠ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তরেস। রবের্ত লেভানদোভস্কির হ্যাটট্রিকে ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা।
এক বিবৃতিতে তরেসের চোটের কথা জানায় বার্সেলোনা। তবে কবে নাগাদ ফিরতে পারবেন তিনি, সেটা সম্পর্কে কিছুই বলা হয়নি।
“ফেররান তরসের পরীক্ষার ফলে নিশ্চিত হয়েছে, ডান ঊরুর পেশিতে চোট পেয়েছে সে। সেরে উঠার উপর নির্ভর করছে তার অনুশীলনে ফেরা।”
স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৬ থেকে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ২৪ বছর বয়সী তরেসকে।
তরেসের চোটে দুর্ভাবনা আরও বাড়ল বার্সেলোনার। চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন দানি ওলমো, গাভি, ফের্মিন লোপেস, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, রোনাল্দ আরাউহো ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
আলাভেস ম্যাচের পর তরেসের চোটে দলের আক্রমণভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
“ফেররানের চোট উদ্বেগজনক। আক্রমণে আমাদের খুব বেশি বিকল্প নেই।”
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১০টি ম্যাচে খেলা তরেসকে জাতীয় দলের আসছে দুই ম্যাচে না পাওয়ার কথা নিশ্চিত করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। নেশন্স লিগে আগামী শনিবার ডেনমার্ক ও মঙ্গলবার সার্বিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।