জার্মান গ্রেট জিলারের রেকর্ড ভেঙে দিলেন কেইন

বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে ইংলিশ তারকার গোল হলো ৩১টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2024, 05:05 PM
Updated : 16 March 2024, 05:05 PM

বুন্ডেসলিগায় গত রাউন্ডে অনন্য দুটি কীর্তি গড়ার পাশাপাশি যে রেকর্ডটি ছুঁয়েছিলেন হ্যারি কেইন, সপ্তাহের মাথায় সেটি একার করে নিলেন তিনি। ডার্মস্টাডের বিপক্ষে দলের অনায়াস জয়ের পথে একবার জালে বল পাঠিয়ে বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন বায়ার্ন মিউনিখ তারকা। 

জার্মানির শীর্ষ লিগে শনিবার বায়ার্নের ৫-২ ব্যবধানের জয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে রেকর্ড গড়া গোলটি করেন কেইন। চলতি আসরে ২৬ ম্যাচে কেইনের গোল হলো ৩১টি, ভেঙে গেল বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে জার্মান গ্রেট উয়ে জিলারের ৩০ গোলের রেকর্ড। 

চলতি মৌসুমের শুরুতে আলিয়াঞ্জ অ্যারেনায় যোগ দেওয়া কেইনের বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হলো ৩৫ ম্যাচে ৩৭টি, সঙ্গে অ্যাসিস্ট ১১টি। 

পয়েন্ট তালিকার তলানির দলের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ২৮তম মিনিটে তাদের জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড টিম স্কারকি। অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সফরকারীরা। ৩৬তম মিনিটে জামাল মুসিয়ালা সমতা টানার পর কেইনের ওই গোলে এগিয়ে যায় তারা। 

৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তরুণ জার্মান ফরোয়ার্ড মুসিয়ালা। ১০ মিনিট পর সের্গে জিনাব্রির গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বায়ার্ন। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড মাথিস টেল। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করেন অস্কার ভিলহেল্মসন। 

২৬ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার লেভারকুজেন।