‘মনে হচ্ছে এমবাপে চলে যাবে’, বললেন তার পিএসজি সতীর্থ

দলের ভেতরে এমবাপের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয় না বলে জানালেন মার্কো আসেন্সিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2024, 12:07 PM
Updated : 1 March 2024, 12:07 PM

কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়াটা যেন কেবল সময়ের ব্যাপার। প্যারিসের ক্লাবটিকে বিদায় জানিয়ে তার রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে খবর আসছে নিয়মিত। পিএসজি কোচ লুইস এনরিকের পর এবার দলটির ফরোয়ার্ড মার্কো আসেন্সিওর কণ্ঠেও ফরাসি তারকার প্যারিস ছাড়ার ইঙ্গিত মিলল।

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপের। আগে অনেকবার তাকে দলে টানার চেষ্টা করে ব্যর্থ হয়েছে রেয়াল। এবার তা আলোর মুখ দেখতে যাচ্ছে বলেই সংবাদমাধ্যমের খবর।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন আসেন্সিও। তবে দলের মধ্যে এসব বিষয়ে কোনো আলোচনা হয় না বলে জানালেন তিনি।

“মনে হচ্ছে, এমবাপে চলে যাবে। বাইরে থেকে অনেক কথা হয়, কিন্তু দলের ভেতরে আমরা এই বিষয় নিয়ে কথা বলি না, আমরা অন্য বিষয়গুলোতে মনোযোগ দেই।”

বিশ্বকাপ জয়ী এই তারকাকে প্রশংসায় ভাসালেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আসেন্সিও।

“একজন খেলোয়াড় হিসেবে এমবাপে অসাধারণ, কারণ সে অবিশ্বাস্য মানের একজন এবং প্রতিটি ম্যাচে সে পার্থক্য গড়ে দিতে পারে, যা সবচেয়ে কঠিন বিষয়, প্রতিটি ম্যাচে এত এত অবদান রাখা। তার এই সামর্থ্য আমাকে অবাক করেনি। কারণ তাকে আগেই দেখেছি আমি।”