কোভিডে আক্রান্ত বার্সেলোনার আরও চার

করোনাভাইরাসের থাবায় জেরবার বার্সেলোনার আরও চারজন খেলোয়াড় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী রোগটিতে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বাল্দে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 02:17 PM
Updated : 29 Dec 2021, 02:17 PM

মঙ্গলবার ও বুধবার দুটি পৃথক বিবৃতিতে এই চারজনের কোভিডে আক্রান্তের কথা জানায় কাতালান ক্লাবটি।

লা লিগার নিয়ম মেনে নিয়মিত পিসিআর পরীক্ষায় ওই চারজন কোভিড-১৯ পজিটিভ হন। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

সব মিলিয়ে বার্সেলোনা সাতজন খেলোয়াড় ছিটকে গেলেন কোভিডের কারণে। ক্লেমোঁ লংলে ও দানি আলভেস কোভিড পরীক্ষায় পজিটিভ হন সোমবার। এরপর সেই তালিকায় মঙ্গলবার যোগ হয় ডিফেন্ডার জর্দি আলবার নাম।

বড় দিনের ছুটির পর আগামী রোববার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগে সাত নম্বরে আছে শাভির দল।