ড্র করেই চলেছেন গ্র্যান্ডমাস্টার রাজীব

জয়ের শুরুর পর সেই যে ড্রয়ের বৃত্তে বন্দী হলেন এনামুল হোসেন রাজীব। এরপর আর এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না কোনোভাবেই। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় আবারও পয়েন্ট ভাগাভাগি করেছেন এই গ্র্যান্ডমাস্টার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 03:04 PM
Updated : 25 Sept 2021, 03:04 PM

টানা তিন ড্রয়ের পর জয়ে ফিরেছেন বাংলাদেশের আরেক গ্র্যান্ডামাস্টার জিয়াউর রহমান। জয়ের ধারা ধরে রাখতে পেরেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

সপ্তম রাউন্ডে স্বদেশি ফিদে মাস্টার তাইবুর রহমানের সঙ্গে ড্র করেন রাজীব। এ নিয়ে টানা ছয় ম্যাচ ড্র করলেন তিনি। সাত রাউন্ড শেষে ৪ পয়েন্ট এই গ্র্যান্ডমাস্টারের।

ফিদে মাস্টার শেখ নাসির আহমেদকে হারিয়ে জয়ে ফিরেছেন জিয়া। সাত রাউন্ড শেষে ৫ পয়েন্ট এই গ্র্যান্ডমাস্টারের।

আগের রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার দিহান হাসান সাদনানের বিপক্ষে জেতা ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ এ রাউন্ডে জিতেছেন শ্রীলঙ্কার ফিদে মাস্টার নিপুন সাসিথের বিপক্ষে। ৪.৫ পয়েন্ট ফাহাদের।

সাত রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার সংকল্প গুপ্তা।