কাতারের ক্লাবে যোগ দিলেন হামেস

এভারটন থেকে কাতারের ক্লাব আল-রাইয়ানে যোগ দিয়েছেন কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 05:34 PM
Updated : 22 Sept 2021, 05:34 PM

পৃথক বিবৃতিতে বুধবার দুই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তবে চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে কিছু বলা হয়নি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে এভারটনে যোগ দেন হামেস। গুঞ্জন রয়েছে, ফ্রি ট্রান্সফারে তাকে দলে টেনেছিল প্রিমিয়ার লিগের দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলে ৬ গোল ও ৯টি অ্যাসিস্টে হামেস জানান দিয়েছিলেন বিশেষ কিছুর।

কিন্তু চলতি মৌসুমে এভারটনের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির চলে যাওয়ার পর থেকেই ক্লাবে ব্রাত্য হয়ে যান সাবেক কলম্বিয়া অধিনায়ক। নতুন কোচ রাফায়েল বেনিতেজের পরিকল্পনায় না থাকায় নতুন ঠিকানার খোঁজে ছিলেন তিনি।

২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হামেস ওই বছর প্রায় আট কোটি ইউরোর বিনিময়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। প্রথম দফায় সাফল্যের দেখা পেলেও পরে স্প্যানিশ দলটির একাদশে জায়গা পেতে সংগ্রাম করতে হয় তাকে।

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ধারে বায়ার্ন মিউনিখে খেলার আগে ও পরে দুই মেয়াদে রিয়ালের হয়ে ৩৭ গোল করেন হামেস। জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ বেশ কয়েকটি বড় শিরোপা।

৩০ বছর বয়সী হামেসের বর্তমান ক্লাব আল রাইয়ান কাতারের শীর্ষ লিগে দুই রাইন্ড শেষে আছে আটে।