চার উঠতির হাত ধরে দাবা লিগে নৌবাহিনীর বাজিমাত
ক্রীড়া প্রতিবেদক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2021 04:49 AM BdST Updated: 16 Sep 2021 04:49 AM BdST
নোশিন আঞ্জুম, ওয়ালিজা আহমেদ, ওয়াদিফা আহমেদ ও কাজী জারিন তাসমিন-এই চার নতুন দাবাডু নিয়ে দল গড়েছিল বাংলাদেশ নৌবাহিনী। মেয়েদের প্রথম দাবা লিগে দলটি শিরোপা নিশ্চিত করেছে এই উঠতিদের দারুণ নৈপুণ্যেই।
রানী হামিদ-শারমীন সুলতানা শিরিনদের মতো অভিজ্ঞদের নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ ছিল এবারের সেরা ফেভারিট। তাদেরকে পেছনে ফেলে এক রাউন্ড হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে নৌবাহিনী। ৮ ম্যাচের সবগুলো জিতে ১৬ পয়েন্ট তাদের।
১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ দ্বিতীয়, ১২ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাব তৃতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ চতুর্থ স্থানে রয়েছে। শেষ রাউন্ডের ম্যাচগুলো তাই হয়ে গেছে রানার্সআপ হওয়ার লড়াই।
দাবা ফেডারেশনে বুধবার অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে বসির মেমেরিয়াল চেস ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা ও ওয়াদিফা যথাক্রমে বসির মেমোরিয়াল চেস ক্লাবের ফাহমিদা আফরোজ, শ্রেয়া পোদ্দার ও মারফা আজাদ সুকন্যাকে হারান। বসির মেমোরিয়াল চেস ক্লাবের ওয়ারসিয়া খুশবুর কাছে হেরে যান নৌবাহিনীর কাজী জারিন তাসনিম।
নৌবাহিনীর চার দাবাড়ুর মধ্যে ওয়াদিফা ১৩ বছর বয়সী, ওয়ালিজা ১৮ বছর বয়সী। তানসিম ও নোশিন ১৭ বছর বয়সী। সবার ছোট ওয়াদিফা ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ