স্বাধীনতা কাপ ছাড়াই শেষ হচ্ছে মৌসুম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2021 06:14 PM BdST Updated: 13 Sep 2021 06:14 PM BdST
ঘরোয়া ফুটবলের তিন বড় আসরের মধ্যে ২০২০-২১ মৌসুমে ফেডারেশন কাপ হয়েছে আর প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও প্রতিযোগিতা শেষ হয়নি এখনও। কিন্তু স্বাধীনতা কাপ আয়োজনের আর সম্ভাবনা নেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সময়ের স্বল্পতার কারণে আসরটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০১৮ সালে সবশেষ স্বাধীনতা কাপ হয়েছিল; সেবার শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুম বাতিল হয়ে যায়।
অনেক শঙ্কা পেরিয়ে ফেডারেশন কাপ দিয়ে ২০২০-২১ মৌসুম শুরু হয়েছিল; শিরোপা জিতে নেয় কিংস। এরপর লিগে নিজেদের তিন ম্যাচ বাকি থাকলেও এর শিরোপাও ঘরে তুলেছে কিংস।

“আমাদের জাতির ৫০ বছর পূর্তিতে আমি মনে করি জাতির অহংকারের জায়গা স্বাধীনতা কাপ; যেটা এই মৌসুমেও আয়োজন করতে পারলাম না। মূলত কোভিড-১৯ এর কারণে সময় স্বল্পতায় স্বাধীনতা কাপ আয়োজন সম্ভব হয়নি।”
“তাই আমরা আগামী মৌসুম স্বাধীনতা কাপ দিয়ে শুরু করব। নির্বাহী কমিটির মিটিংয়ে আলোচনা করে মৌসুমের শুরুটা স্বাধীনতা কাপ দিয়েই শুরু করতে চাই। বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের দুটি দলসহ বিভাগীয় দলগুলো নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে বাছাই পর্ব থাকবে। এরপর লিগের ১২ দলসহ বাছাই পর্ব থেকে আসা দুই বা তিন দল নিয়ে মূল পর্ব শুরু হবে।"
লিগের বর্তমান বাইলজ অনুযায়ী দুই দল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের অবনমিত হয়ে যাওয়ার কথা। এই দুই দলের মধ্যে আরামবাগ অবশ্য ম্যাচ পাতানো কাণ্ডে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে; শাস্তি হিসেবে তাদের প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। লিগের দুই দলের অবনমনের বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ সেপ্টেম্বরের মিটিংয়ে হবে বলে জানান মুর্শেদী।
আগামী মৌসুমের ম্যাচগুলো ৫ থেকে ৬টি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাফুফে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম কিছুটা সংস্কার করে সেখানে লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে বলেও জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।
এছাড়া আগামী মৌসুমে স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপ এবং সবশেষ প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা বাফুফের। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটির চাওয়া দেশি ফুটবলার নিয়ে স্বাধীনতা কাপ আয়োজনের। তবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মুর্শেদী।
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান