সোনা জিতে টোকিও অলিম্পিকসে খাতা খুলল ফিজি

রিও দে জেনেইরোর পর রাগবি সেভেনের মুকুট টোকিওতে ধরে রাখল ফিজি। সোনার পদক জিতেই এবারের অলিম্পিকসে পদকের খাতা খুলল দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 09:47 AM
Updated : 28 July 2021, 09:47 AM

রাগবি সেভেনের সবশেষ দু্ইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড বুধবার টোকিও স্টেডিয়ামের ফাইনালে তেমন একটা লড়াই করতে পারেনি। তাদের ২৭-১২ ব্যবধানে হারিয়ে জয়ের উৎসবে মাতে ফিজি।

২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে গ্রট ব্রিটেনকে ৪৩-৭ ব্যবধানে উড়িয়ে সোনার পদক জিতেছিল ফিজি।

একপেশে খেলা হয়েছে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচেও। সেখানে গ্রেট ব্রিটেনকে ১৭-১২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।