কোপা আমেরিকায় নকআউট পর্বে থাকছে না অতিরিক্ত সময়

গত আসরে সেমি-ফাইনালে যোগ হয়েছিল অতিরিক্ত সময়। কথা ছিল এবার এক ধাপ এগিয়ে কোয়র্টার-ফাইনাল থেকে থাকবে বাড়তি ৩০ মিনিট সময়। কিন্তু নক আউট পর্ব যখন দুয়ারে তখন সিদ্ধান্ত পাল্টে কোপা আমেরিকার আয়োজক কনমেবল জানাল, এই অংশেই থাকছে না অতিরিক্ত সময়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 04:35 PM
Updated : 2 July 2021, 04:52 PM

২০১৫ ও ২০১৬ আসরও হয়েছিল এভাবেই। নিয়মে কিছুটা পরিবর্তন এনে ব্রাজিলেই হওয়া ২০১৯ আসরে সেমি-ফাইনালে রাখা হয়েছিল অতিরিক্ত সময়। দুই ম্যাচের কোনোটাই যদিও সেবার অতিরিক্ত সময়ে যায়নি। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিল আর চিলির বিপক্ষে ৩-০ গোলে পেরু জিতেছিল।

এবার কোয়ার্টার-ফাইনাল থেকে অতিরিক্ত সময় থাকার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিদ্ধান্ত পাল্টে ফেলল কনমেবল।

কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোর রাত ৩ টায় মুখোমুখি হবে পেরু ও প্যারাগুয়ে। দ্বিতীয় ম্যাচে ভোর ৬ টায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিলি।

তবে, ফাইনালে প্রয়োজনে থাকবে অতিরিক্ত সময়। সেখানেও স্কোরলাইনে সমতা থাকলে হবে টাইব্রেকার।