একুয়েডরের বিপক্ষে নেইমারদের ‘বোঝাপড়া বাড়ানোর’ ম্যাচ

টানা তিন জয়ে নিশ্চিত হয়েছে পরের রাউন্ড। এমনকি গ্রুপের শীর্ষে থাকাও। তবু একুয়েডরের বিপক্ষে ম্যাচটি সমান গুরুত্ব পাচ্ছে ব্রাজিল কোচ তিতের কাছে। লক্ষ্য মোমেন্টাম ধরে রাখা এবং খেলোয়াড়দের মাঝে বোঝাপড়া বাড়ানো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 03:56 PM
Updated : 27 June 2021, 03:56 PM

কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে শিরোপাধারীরা। গোইয়ানিয়ার স্তাদিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায়।

প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০, পরের ম্যাচে পেরুকে ৪-০, এরপর কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচই জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরকে হারিয়েছিল ২-০ গোলে। আরেকবার দলটির মুখোমুখি হওয়ার আগে তিতে বললেন, তাদের লক্ষ্য ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা।

“পরের রাউন্ডে যাওয়ার চেয়েও ভালো ম্যাচ এবং ভালো ফলাফল গুরুত্বপূর্ণ। আমরা আত্মবিশ্বাস অর্জন করব। ছেলেরা পারফরম্যান্স আরও ভালো করার চেষ্টা করছে, একে অন্যের সঙ্গে বোঝাপড়া বাড়ছে।”

একুয়েডরের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ব্রাজিল। দুই দলের ৩৩ বারের দেখায় ২৭টিতেই জিতেছে তারা, চারবার হয়েছে ড্র; একুয়েডর জিতেছে কেবল দুইবার। সেই দুটিই অবশ্য এই স্তাদিও অলিম্পিকোয়।