‘পরিবর্তন যতই হোক ইতালি ইতালিই’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2021 05:11 PM BdST Updated: 21 Jun 2021 05:11 PM BdST
অনেক পরিবর্তন এনেও ওয়েলসকে হারানোর পর দল নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন রবের্তো মানচিনি। ইতালির এই কোচের মনে বিশ্বাস জন্মেছে, যত পরিবর্তনই আনা হোক না কেন তার দলের মান কমবে না।
রোমের স্তাদিও অলিম্পিকোয় রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে ইতালি। টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে তারা।
নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় ওয়েলসের বিপক্ষে শুরুর একাদশ ঢেলে সাজান মানচিনি। এরপরও জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারায় দারুণ খুশি এই ইতালিয়ান কোচ।
“ছেলেরা খুবই বুদ্ধিমান এবং সবসময় জিততে চায়। তাদের মানসিকতা খুবই ভালো। আমি খুবই খুশি; কেননা, আটজন খেলোয়াড় বদল করেও খুবই ভালো একটা ম্যাচ খেলেছি আমরা।”

চোট কাটিয়ে ফেরা মার্কো ভেরাত্তি শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি। ওয়েলসের বিপক্ষে ফিরে ভালো খেলেছেন এই মিডফিল্ডার। তবে এটাকেই তার জন্য শুরুর একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত বলে মনে করেন না মানচিনি।
“ছেলেরা দেখিয়েছে, তারা সবাই শুরুর একাদশে খেলার যোগ্য। ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম, যদিও দিন শেষে হয়তো এটার প্রয়োজন হতো না। জয়ের পথে এগিয়ে চলা একটা মানসিকতার ব্যাপার। এটা সহজ ম্যাচ ছিল না। শুরুর একাদশ কারো জায়গা নয়, মাত্র ১১ জনই তো মাঠে নামবে।”
“জয় পাওয়া সবসময়ই কঠিন। আমি মনে করি, ভালো একটা দলের বিপক্ষে আমরা খেললাম। কেননা, ওয়েলস ভালো দল, কিন্তু জয়টা আমাদেরই প্রাপ্য।”
দাপটের সঙ্গে গ্রুপ পর্বের বৈতরণী পেরুলেও নকআউট পর্ব নিয়ে সতর্ক মানচিনি।
“আমরা খুশি। কিন্তু আমরা জানি, গ্রুপ পর্বের পর আমরা নতুন একটা ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করব।”
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ