২ বছরের চুক্তিতে লাৎসিওর কোচ সাররি

ইউভেন্তুস থেকে বরখাস্ত হওয়ার ১০ মাস পর নতুন দায়িত্ব পেয়েছেন মাওরিসিও সাররি। এই ইতালিয়ানকে দুই বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেরি আর আরেক দল লাৎসিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2021, 04:18 PM
Updated : 9 June 2021, 04:18 PM

৬২ বছর বয়সী সাররির সঙ্গে চুক্তির বিষয়টি বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করে লাৎসিও। কদিন আগে ক্লাবটি ছেড়ে ইন্টার মিলানের দায়িত্ব নেওয়া সিমোনে ইনজাগির স্থলাভিষিক্ত হলেন তিনি।

ইতালির নিচের লিগে দুই দশকের বেশি সময় কোচিং করানোর পর ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত নাপোলির দায়িত্বে ছিলেন সাররি। ওই বছরেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন তিনি। তার কোচিংয়ে সেই মৌসুমে ইউরোপা লিগ জেতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। লিগ শেষ করে তৃতীয় স্থানে থেকে।

পরের মৌসুমে সাররি পাড়ি জমান ইউভেন্তুসে। সেবার তার হাতে ধরে তুরিনের দলটি সেরি আর শিরোপা জিতলেও ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপ-দুটির ফাইনালেই হারে। পরে বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে।

এরপরই গত অগাস্টে সাররিকে বরখাস্ত করে ইউভেন্তুস। প্রায় এক বছর বাইরে থাকার পর আবার ডাগআউটে ফিরতে যাচ্ছেন তিনি।