আর্সেনালের আশা বাঁচিয়ে রাখা জয়

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। এতে কিঞ্চিৎ হলেও ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার আশা বেঁচে রইলো মিকেল আর্তেতার দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 10:35 PM
Updated : 9 May 2021, 10:44 PM

এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে স্বাগতিকরা।

এমিল স্মিথ ও নিকোলাস পেপের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। ৬৭তম মিনিটে ব্যবধান কমান কস্তা পেরেইরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফ্রি-কিকে জয় নিশ্চিত করেন উইলিয়ান।   

গত সপ্তাহে ইউরোপা লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া আর্সেনালের প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার আশা শেষ হয়ে গেছে আগেই। তবে পাঁচে থেকে আগামী মৌসুমে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে থাকল কাগজে কলমে।

৩৫ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আর্সেনাল। আর এই হারে অবনমন হয়ে গেছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের। ২৬ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে দলটি।

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে লেস্টার সিটি।