ইউভেন্তুসকে উড়িয়ে তিনে মিলান

হতাশায় মোড়ানো মৌসুমের শেষ ভাগে এসে আরেকটি ধাক্কা খেল ইউভেন্তুস। শীর্ষ চারে থেকে তাদের লিগ শেষ করার আশায় লাগল বড় চোট। আন্দ্রেয়া পিরলোর দলকে তাদেরই মাঠে হারিয়ে সেরি আর পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠল এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 08:44 PM
Updated : 9 May 2021, 09:32 PM

আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে ৩-০ গোলে জিতেছে স্তেফানো পিওলির দল। একটি করে গোল করেন ব্রাহিম দিয়াস, আন্তে রেবিচ ও ফিকায়ো তোমোরি।

গত জানুয়ারিতে প্রথম দেখায় মিলানের মাঠে ৩-১ গোলে জিতেছিল ইউভেন্তুস।

শুরু থেকে বল দখলে ইউভেন্তুস এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ৩০তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় স্বাগতিকরা। কর্নার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ারের চেষ্টায় বলে হাত ছোঁয়াতে পারেননি মিলান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ফাঁকা পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি জর্জো কিয়েল্লিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে দিয়াসের দারুণ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ফ্রি-কিক পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে হুয়ান কুয়াদরাদোর বাধা এড়িয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দারুণ একটি সেভ করে ব্যবধান ধরে রাখেন দোন্নারুম্মা। ডি-বক্সে আলভারো মোরাতার ব্যাক-হিল ফ্লিকে রদ্রিগো বেন্তানকুরের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান ইতালিয়ান গোলরক্ষক।

৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিলানের ফ্রাঙ্ক কেসি। এই মিডফিল্ডার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্ট্যাসনি। ডি-বক্সে কিয়েল্লিনির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইউভেন্তুস অধিনায়ককে দেখান হলুদ কার্ড।

প্রথমার্ধে নিষ্প্রভ থাকা ক্রিস্তিয়ানো রোনালদো ৬৮তম মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে শট নেন। কিন্তু পর্তুগিজ তারকার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।

৭৮তম মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান বাড়ান রেবিচ। সতীর্থের পাস ডি-বক্সের সামনে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড। নড়ার সুযোগ পাননি স্ট্যাসনি।

তিন মিনিট পর স্কোরলাইন ৩-০ করে ইউভেন্তুসের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন তোমোরি। সতীর্থের ফ্রি-কিকে লাফিয়ে হেডে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে বদলি নামা পাওলো দিবালার শেষ দিকের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে বড় হারের হতাশায় মাঠ ছাড়তে হয় গতবারের চ্যাম্পিয়নদের।

সেরি আয় ইউন্তুসের ৯ মৌসুমের আধিপত্য ভেঙে গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান। রোনালদোদের মূল লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।

এই হারে তাদের সেই সম্ভাবনা ক্ষীণ হলো কিছুটা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে তুরিনের দলটি। সমান ম্যাচে এসি মিলানের ৭২ পয়েন্ট।

অন্য ম্যাচে পার্মার বিপক্ষে ৫-২ গোলে জেতা আতালান্তারও ৭২ পয়েন্ট, গোল পার্থক্যে তারা আছে দুইয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে চূড়ায় ইন্টার।

৭০ পয়েন্ট নিয়ে চারে আছে নাপোলি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে ইউভেন্তুসের পরই আছে লাৎসিও।