বিশ্বকাপ বাছাই খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আফগানিস্তানের না আসতে চাওয়া নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানাল, আফগানিস্তান আসছে না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 10:46 AM
Updated : 7 March 2021, 10:46 AM

এ নিয়ে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে চিঠি পাওয়ার কথা রোববার এক বিজ্ঞপ্তিতে জানায় বাফুফে।

আগের সূচি অনুযায়ী আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। তিনটিই হোম ম্যাচ। আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচগুলো খেলার কথা বাংলাদেশের।

আফগানিস্তানের এমন অবস্থানের প্রেক্ষিতে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনা আরও প্রবল হলো। কদিন আগে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও নিরপেক্ষ ভেন্যুর ইঙ্গিতই দিয়েছিলেন।

পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপে তলানিতে আছে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল জেমি ডের দল।