লিগ শিরোপার আশা ছাড়ছেন না বার্সা কোচ

শেষ দিকে আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট হারানোয় জমে উঠছে লা লিগা। তবে এরই মধ্যে কাদিসের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আবার বেশ খানিকটা পিছিয়ে গেছে বার্সেলোনা। তবে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী দলটির কোচ রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 04:16 PM
Updated : 23 Feb 2021, 04:16 PM

২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে চারে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। এক ম্যাচ বেশি খেলা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫২, তিনে থাকা সেভিয়ার ৪৮।

গত চারটি লিগ ম্যাচে আতলেতিকো জয় পেয়েছে একটিতে। লেভান্তের বিপক্ষে শেষ ম্যাচ হেরেছে তারা। টেবিল শীর্ষ দলের এমন পারফরম্যান্স কুমানের আশার পালে হাওয়া দিচ্ছে।

আগামী বুধবার এলচের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। এরপর শনিবার সেভিয়ার মাঠে খেলবে তারা। কুমান তাকিয়ে এই দুই ম্যাচের দিকে। বুঝতে পারছেন টিকে থাকতে ম্যাচ দুটির গুরুত্ব।

“আমি এখনও বিশ্বাস করি, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারব। ফলাফল বলছে, প্রত্যেক দলই নিচে নামতে পারে। এটা নির্ভর করছে সামনের দুটি ম্যাচের ওপর, যেটা শিরোপার লড়াইয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।”

এরপর তাদের লড়াই কোপা দেল রের ফাইনালে ওঠার। আগামী ৩ মার্চ টুর্নামেন্টের সেমি-ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ঘোচাতে হবে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হারের ব্যবধান।

সব মিলিয়ে, এবারের মৌসুমে সামনের তিন ম্যাচ বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানালেন দলটির ডাচ কোচ।

“এরপর আমাদের কোপা দেল রে তে ঘুরে দাঁড়াতে হবে। দুই প্রতিযোগিতায়ই আমরা কিছু করতে পারি। এই সপ্তাহে আমাদের তিনটি ম্যাচ আছে, সবই গুরুত্বপূর্ণ। এটা কঠিন, কারণ দর্শকশূন্য মাঠে আমাদের সেভিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে। দর্শক থাকলে বিষয়টি আরও সহজ হতো।”