৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে পুলিশ-চট্টগ্রাম আবাহনীর ড্র
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2021 06:06 PM BdST Updated: 14 Feb 2021 06:06 PM BdST
-
ফাইল ছবি
কখনও রক্ষণের ভুলে কখনও গোলরক্ষকের ভুলে, একের পর এক গোল হজম করল পুলিশ এফসি। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দলটি। তাতে গুঁড়িয়ে গেল চট্টগ্রাম আবাহনীর জয়ে ফেরার স্বপ্ন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে।
এক মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় চট্টগ্রাম আবাহনী। ১৯তম মিনিটে ডিফেন্ডার জয়ন্ত কুমার রায়ের দুর্বলতায় সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কাট ব্যাক করেন রাকিব হোসেন। আর জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে।
পরের মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন রাকিব। চিনেডু ম্যাথিউয়ের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নিখুত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে বোঝাপড়ার ভুলে আবারও গোল হজম করে পুলিশ এফসি। গোলরক্ষক নেহাল বল বাড়িয়েছিলেন তার বাঁ দিকে থাকা মুরোলিমজন আখমেদভের উদ্দেশে। ছুটে এসে বল ধরে অনায়াসে লক্ষ্যভেদ করেন রাকিব।
এরপর ঘুরে দাঁড়ায় পুলিশ এফসি। ৫৮তম মিনিটে আখমেদভের কর্নারে কোত দি ভোয়ার ফরোয়ার্ড ফ্রেডরিক পোডার হেডে পরাস্ত হন মাজহারুল ইসলাম হীমেল। ৭৫তম মিনিটে আখমেদভের কর্নার থেকে হেডে ম্যাচ জমিয়ে তোলেন ল্যান্সিন তোরে।
নাটকীয়তায় ভরা ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাল্লো ফামুসার সফল স্পট কিকে সমতায় ফেরে পুলিশ এফসি। জটলার ভেতর কমল বড়ুয়ার শট গোললাইন থেকে হাত দিয়ে ফিরিয়ে লালকার্ড পান মঞ্জুরুর রহমান মানিক। পুলিশ এফসি পায় পেনাল্টি।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ জয়হীন রইলো চট্টগ্রামের দলটি। আট ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। এক ম্যাচ কম খেলা পুলিশ এফসির পয়েন্ট ৮।
-
এক বছরের চুক্তিতে লস এঞ্জেলসে বেল
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’