ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্তুস

প্রথম লেগে ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ইউভেন্তুস। ফিরতি পর্বেও প্রতিপক্ষকে রুখে দিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছে তুরিনের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2021, 09:46 PM
Updated : 9 Feb 2021, 10:14 PM

ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র হয়। সান সিরোয় প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল ইউভেন্তুস।

অন্য সেমি-ফাইনালে নাপোলি ও আতালান্তার মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে আন্দ্রেয়া পিরলোর দল।

শুরু থেকে বল দখলে ইউভেন্তুস এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউই। ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে রোমেলু লুকাকুর ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল। একটু পর ক্রিস্তিয়ান এরিকসেন ও লাউতারো মার্তিনেসের শট প্রতিহত হয় ইউভেন্তুসের রক্ষণে।

বিরতির আগে দুটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রথমবার ডি-বক্সে তার শট ব্লকড হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে। পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক সামির হান্দানোভিচ।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে রোনালদোর আরও দুটি শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন ইন্টার গোলরক্ষক।

শেষ দিকে রক্ষণে বেশি মনোযোগী হয় ইউভেন্তুস। ৮১তম মিনিটে ইন্টারের আশরাফ হাকিমির শটে পাশের জালে লাগে বল। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা।