রিয়ালের বিপক্ষে ভিদাল একই সঙ্গে ইন্টার ও বার্সার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2020 04:11 PM BdST Updated: 03 Nov 2020 04:21 PM BdST
-
-
ছবি: বার্সেলোনা
কাম্প নউ ছেড়েছেন দেড় মাস হতে চলল। নতুন ঠিকানায় এরই মধ্যে বেশ মানিয়েও নিয়েছেন আর্তুরো ভিদাল। তবে সাবেক ক্লাবের প্রতি তার আবেগ একটুও কমেনি। তাইতো চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে একই সঙ্গে তার মনে দুটি লক্ষ্য উঁকি দিচ্ছে। মাদ্রিদের দলটিকে হারিয়ে ইন্টার সমর্থকদের পাশাপাশি বার্সেলোনা সমর্থকদেরও আনন্দ দিতে চান এই মিডফিল্ডার।
ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার রিয়ালের মুখোমুখি হবে ইন্টার। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
আসরে এখনও জয়ের দেখা পায়নি কোনো দলই। দুই ড্রয়ে চার দলের মধ্যে তিনে ইন্টার, একটি করে ড্র ও হার নিয়ে তলানিতে রিয়াল।
রিয়ালের বিপক্ষে অবশ্য জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী গত সেপ্টেম্বরে সেরি আর দলটিতে যোগ দেওয়া ভিদাল। ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে এর আগে ভিন্ন তিন দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। বার্সেলোনার হয়ে লা লিগায় আর ইউভেন্তুস ও বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে।

ছবি: বার্সেলোনা
“টুর্নামেন্টের এই পর্যায়ে সব ম্যাচই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ…দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, পয়েন্ট তালিকার জন্য গুরুত্বপূর্ণ। আমি এমনভাবে তাদের মুখোমুখি হবো যেন আমি এখনও বার্সেলোনার খেলোয়াড়।”
“বার্সেলোনায় আমি অসাধারণ দুটি বছর কাটিয়েছি। তাই আশা করি, ইন্টার ও বার্সেলোনা সমর্থকদের সঙ্গে একটি জয় উদযাপন করতে পারব।”
ইন্টারের হয়ে আট ম্যাচে এখনও জালের দেখা পাননি বার্সেলোনায় শেষ লিগ মৌসুমে আট গোল করা ভিদাল। রিয়ালের বিপক্ষে আসছে ম্যাচে জালের দেখা পেলে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন দলের হয়ে মাদ্রিদের দলটির বিপক্ষে গোলের কীর্তি গড়বেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। এর আগে ইউভেন্তুস ও বায়ার্ন মিউনিখের হয়ে রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল পেয়েছিছেন তিনি।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে ইন্টারের বিপক্ষে সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে রিয়াল। এর সবশেষটি ১৯৯৮ সালে, ২-০ গোলে।
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’