আর্জেন্টিনা কোচের কণ্ঠে এখন অন্য সুর

ম্যাচের আগে বলেছিলেন, হার এড়াতে পারলেই খুশি। কিন্তু জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন অন্য কথা। তৃপ্তির ঢেকুর তুলে জানালেন, লা পাসের লড়াইয়ে জিততেই চেয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 12:15 PM
Updated : 14 Oct 2020, 12:15 PM

২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মঙ্গলবার রাতে বলিভিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। সমুদ্রপৃষ্ট থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় জিতল আর্জেন্টিনা।

শুরুতে গুটিয়ে থাকা সময়টুকু বাদ দিলে মেসি-মার্তিনেসদের পারফরম্যান্সে খুশি স্কালোনি। লা পাসে আর্জেন্টিনাই আধিপত্য করেছে বলে মনে করেন দলটির কোচ।

“শুরুর ১৫ মিনিটের পর আমরা আধিপত্য করেছি। প্রথমার্ধ শেষের আগে সমতা ফেরাতে পারায় আমরা ভাগ্যবান। এরপর জিততে চেয়েছিলাম আমরা।”

মার্সেলো মোরেনো মার্তিন্সের গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর লাউতারো মার্তিনেসের গোলে সমতা টানে আর্জেন্টিনা। তাদের জয়সূচক গোলটি করেন হোয়াকিন কোররেয়া। পরিকল্পনা অনুযায়ী দল ম্যাচ বের করে এনেছে বলেও মনে করেন স্কালোনি।

“ছেলেরা শুরুতে প্রতিপক্ষের আক্রমণ সামলেছে…সৌভাগ্যবশত, বদলি খেলোয়াড়রা ভালো করেছে। তারা দলের খেলায় কিছুটা গতি বাড়ায়। কেননা, কিছু খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়েছিল।”