বর্ষসেরা কোচ ক্লপ

তিন দশকের অপেক্ষার ইতি টেনে লিভারপুলকে লিগ শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ)-এর বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 10:00 AM
Updated : 28 July 2020, 10:57 AM

রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা দলটি আসর শেষ করেছে ৯৯ পয়েন্ট নিয়ে; দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৮ পয়েন্টে বেশি।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নামানুসারে দেওয়া পুরস্কারটির বিজয়ী হিসেবে সোমবার ক্লপের নাম ঘোষণা করা হয়। এই জার্মানকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় ফার্গুসন বলেন, “ক্লপই পুরস্কারটির যোগ্য।”

মজা করে তিনি আরও বলেন, “রাত সাড়ে তিনটায় ফোন করে বলেছিলে যে তুমি লিগ জিতেছো, ক্ষমা করে দিচ্ছি।”

বিশেষ সম্মান পেয়ে দারুণ উচ্ছ্বসিত ২০১৫ সালে লিভারপুলের দায়িত্বে নেওয়া ক্লপ।

“বিজয়ী হতে পেরে আমি আনন্দিত…দুর্দান্ত এই স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফির জন্য। যার নামকরণ করা হয়েছে এমন একজনের নামানুসারে যাকে আমি খুব শ্রদ্ধা করি।”

বিশেষ এই স্বীকৃতির জন্য নিজের কোচিং স্টাফ, খেলোয়াড়, লিভারপুলের সকল সদস্য এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লপ।