লা লিগায় ওবলাকের রেকর্ড

আতলেতিকো মাদ্রিদের গোলপোস্টে ইয়ান ওবলাক যেন চীনের প্রাচীর। তাকে পেরিয়ে জালের দেখা পাওয়া সহজ নয়। অসাধারণ পথচলায় স্লোভেনিয়ার এই গোলরক্ষকের হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন। করেছেন লা লিগায় সবচেয়ে কম ম্যাচে জাল অক্ষত রাখার সেঞ্চুরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 12:09 PM
Updated : 18 June 2020, 12:42 PM

ওসাসুনার বিপক্ষে বুধবার জাল অক্ষত রেখে এই রেকর্ড গড়েন ওবলাক। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৫-০ গোলে জেতে আতলেতিকো।

রেকর্ড ছিল মিগেল রেইনারের অধিকারে। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সাবেক এই স্প্যানিশ গোলরক্ষকের গোল হজম না করার সেঞ্চুরি করতে লেগেছিল ২২২ ম্যাচ। ওবলাক সেঞ্চুরি করলেন ১৮২ ম্যাচে।

২০১৪ সালে বেনফিকা থেকে মাদ্রিদের দলটিতে যোগ দেওয়ার পর তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে। ২৭ বছর বয়সী এই তারকা আতলেতিকোর হয়ে জিতেছেন ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ।

চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আতলেতিকো, যেখানে ওবলাকের ছিল গুরুত্বপূর্ণ অবদান।

লা লিগাটা অবশ্য ভালো যাচ্ছে না ওবলাকের দলের। ২৯ ম্যাচে ১২ জয় ও ১৩ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আতলেতিকো।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ওবলাকদের প্রতিপক্ষ রিয়াল ভাইয়াদলিদ।